মেনু নির্বাচন করুন

ইতিহাস

জামালপুর জেলার অন্তর্গত মেলান্দহ উপজেলাধীন 2 নং কুলিয়া ইউনিয়নের

টনকী বাজার সংলগ্ন মনোরম পরিবেশে কলেজটি অবস্থিত । মেলান্দহ-মাদার

গন্জ নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য, আধুনিক জামালপুরের রূপকার

বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, শিক্ষাবন্ধু খ্যাত জননেতা আলহাজ্ব মির্জা আজম এমপি মহোদয় 1999 সনে অত্র এলাকার গরিব ও অসহায় পরিবারের সন্তানেরা যাতে স্বল্প খরচে অধ্যয়ন করতে পারে সেই মহান উদ্দেশ্যে কলেজটি প্রতিষ্ঠা করেন। সেলক্ষ্যে অত্র প্রতিষ্ঠানের সুদক্ষ গভর্নিং-বডির সভাপতি ও সদস্যবৃন্দ, এলাকার সূধীমহল, অধ্যক্ষ, অভিজ্ঞ শিক্ষক মন্ডলী ও কর্মচারীবৃন্দ নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে

যাচ্ছেন । যার ফলশ্রুতিতে প্রতি শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ভালো ফলাফল করে দেশের  বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ও বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি

হয়ে কলেজের ভাবমূর্তি অক্ষুন্ন রাখছে। কলেজটি আলহাজ্ব মির্জা আজম এম

পি মহোদয়ের সহধর্মিণী মিসেস দেওয়ান আলেয়া আজম এর নামে নামকরণ করা হয়। সবার সার্বিক সহযোগিতায় কলেজটি আরও উন্নতি লাভ করবে এই

কামনা করছি।